রাজশাহী-২ আসনে এবি পার্টির মনোনয়নপত্র উত্তোলন করলেন মুহাম্মদ সাঈদ নোমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে ‘আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাঈদ নোমান মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
আজ (২১ ডিসেম্বর) রোববার দুপুর ১টায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে থানা নির্বাচন কর্মকর্তা জেবুন্নেছা শাম্মীর কাছ থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় মুহাম্মদ সাঈদ নোমান শহীদ ওসমান হাদিকে স্মরণ করে তাঁর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক ও উন্নত রাজশাহী গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
মনোনয়ন উত্তোলন কালে এবি পার্টি রাজশাহীর স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে শনিবার পর্যন্ত রাজশাহীর ৬ টি আসনের বিপরীতে মোট ৯ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এদের মধ্যে ৪ জন বিএনপির দলীয় প্রার্থী, এক জন জামায়াতে ইসলামীর প্রার্থী এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।